Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা
প্রবেশন অফিসার, ভোলা এর সেবাসমূহ

 

পরিচালিত কার্যক্রম/ কর্মসূচিসমুহ


০১। প্রবেশন কার্যক্রম

ক) প্রবেশন অফ অফেন্ডারস ১৯৬৩ মোতাবেক কতিপয় সুনির্দিষ্ট অপরাধীর জন্য সকল অপরাধের ক্ষেত্রে প্রথমবার কৃত অপরাধের জন্য সহায়তা প্রদান।

খ) শিশু আইন ২০১৩ অনুযায়ী লঘু অপরাধী শিশুদের কারাগারে না রেখে ডাইভারশনন / কাউন্সেলিং এর মাধ্যমে শিশুর মানসিকতার উন্নয়ন।

গ) শিশু কল্যাণ বোর্ড এর মাধ্যমে সুবিধাবঞ্ছিত শিশুদের জন্য বিকল্প পরিচর্যা গ্রহণ।


 

০২। আফটার কেয়ার কার্যক্রম

ক) কারাবন্দী ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান।

খ) কারাবন্দী ব্যক্তিদের জন্য বিনোদন মুলক কার্যক্রম পরিচালনা।

গ) কারাগারে আটক শিশুদের মুক্তি / উন্নয়ন কেন্দ্রে স্থানান্তরে সহায়তা।

ঘ) কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত কয়েদীদের সামাজিক ও অর্থ নৈতিক ভাবে পুনর্বাসনে সহায়তা করা ।



০৩। কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান কার্যক্রমঃ


কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ,২০০৬” এর আওতায় কারাবন্দী নারীদের সহায়তা প্রদান করা।



০৪। নিরাশ্রয় ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে প্রেরণ কার্যক্রমঃ

পথহারা ঠিকানাবিহীন নিরাশ্রয় ব্যক্তিদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক আদেশের প্রেক্ষিতে আশ্রয়কেন্দ্র অথবা ভবঘুরে কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা গ্রহণ।




কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ


সমাজসেবা অধিদফতরের কার্যক্রম শাখা এ কার্যক্রম দু’টি বাস্তবায়ন করে থাকে। পরিচালক (কার্যক্রম) এর নেতৃত্বে একজন অতিরিক্ত পরিচালক, একজন উপ-পরিচালক, ১ জন সহকারী পরিচালক, সদর দপ্তর পর্যায়ে এবং ভোলা জেলায় ০১ জন প্রবেশন অফিসার এবং ৭ টি উপজেলায় ৭ জন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রবেশন অফিসার (উপজেলা সমাজসেবা অফিসার) এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট।



সেবা গ্রহীতা


প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স অনুযায়ী প্রথম ও লঘু অপরাধী বা আদালত হতে সাজাপ্রাপ্ত প্রবেশনার;

শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সাথে সংর্ঘষে জড়িত শিশু;

কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ২০০৬ এ অনুয়ায়ী সুবিধা প্রাপ্তির যোগ্য নারী।




যার সাথে যোগাযোগ করতে হবে


প্রবেশন অফিসার, প্রবেশন কার্যালয়, স্টেডিয়াম রোড, ভোলা

মোবাইলঃ ০১৭৭৪৭৪৪৬৭৭

ই-মেইলঃ po.bhola@dss.gov.bd


e2a76bea8ee1a41059bdc9d21781510b