পরিচালিত কার্যক্রম/ কর্মসূচিসমুহ
০১। প্রবেশন কার্যক্রম
০২। আফটার কেয়ার কার্যক্রম
০৩। কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান কার্যক্রমঃ
কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ,২০০৬” এর আওতায় কারাবন্দী নারীদের সহায়তা প্রদান করা।
০৪। নিরাশ্রয় ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে প্রেরণ কার্যক্রমঃ
সমাজসেবা অধিদফতরের কার্যক্রম শাখা এ কার্যক্রম দু’টি বাস্তবায়ন করে থাকে। পরিচালক (কার্যক্রম) এর নেতৃত্বে একজন অতিরিক্ত পরিচালক, একজন উপ-পরিচালক, ১ জন সহকারী পরিচালক, সদর দপ্তর পর্যায়ে এবং ভোলা জেলায় ০১ জন প্রবেশন অফিসার এবং ৭ টি উপজেলায় ৭ জন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রবেশন অফিসার (উপজেলা সমাজসেবা অফিসার) এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট।
সেবা গ্রহীতা
প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স অনুযায়ী প্রথম ও লঘু অপরাধী বা আদালত হতে সাজাপ্রাপ্ত প্রবেশনার;
শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সাথে সংর্ঘষে জড়িত শিশু;
কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন ২০০৬ এ অনুয়ায়ী সুবিধা প্রাপ্তির যোগ্য নারী।
যার সাথে যোগাযোগ করতে হবে
প্রবেশন অফিসার, প্রবেশন কার্যালয়, স্টেডিয়াম রোড, ভোলা
মোবাইলঃ ০১৭৭৪৭৪৪৬৭৭
ই-মেইলঃ po.bhola@dss.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS